অযথা আদরে বাঁদর হয়েছে,
মুখে মিছরির ছুরি ,
ভদ্রলোকের বেশভূষা গায়ে,
চালাকিতে নেই জুড়ি ।।
রাজকীয় তার রাত-ঘুম, আর
ভাতঘুম মোর খাটে ;
আমার বরাতে কড়াই-তলানি,
কার্পেটে শুয়ে কাটে ।।
ভুলে যদি কভু সাধ করে কিছু
বাড়তি খাবার রাখি,
পেছন ফিরতে খালি করে যায়
অচিনপুরের পাখি ।।
এত সই তবু মুখে বলি কই -
‘বিদেয় হবি রে কবে?’;
দিনক্ষণ এলে সবই যাবে চলে,
ফিরে আর দেখা হবে?
"দিনক্ষণ এলে সবই যাবে চলে,
ফিরে আর দেখা হবে?"
এ এমন সত্য যাকে চাইলেও ভুলে থাকা যায়না
ভালো লাগল
ধন্যবাদ বন্ধু