ভিখারি, তুমি নিজের
ঠিকানা রেখো না কোনও।
দিনে ট্রেনের বগি আর
রাতে তুলে নাও মদের বোতল,
তোমার পাশ দিয়ে যেতে
ভয় পাক গোটা শহরতলীর রাত।
একটা হঠাৎ দিন
গোটা কলকাতা নিজেদের এক টাকা জমা করে
তোমায় কোটিপতি বানাবে,
তুমি মহাশ্রেনিকের উপাধি নিয়ে
উঠে যাবে রেডিও ক্যাবে
আর বলবে- ভিক্ষাবৃত্তি ভালো নয়;
তোমাকে ট্রেনের কামরায় দেখে
একথা কতজন ভেবেছে-
তুমি ভাবতেও পারবে না।
অদ্ভুত ভাল লাগল।
আর অনেকদিন পর সৌরভকে দেখতে পেয়েও ভাল লাগল। কেমন আছ?
বড় ভালো লাগলো অনেকদিন পর তোমার লেখা পড়ে সৌরভ। প্রত্যয়ের সাথে একমত আমিও। ভালো থেকো আর মাঝে মাঝে এইরকম মনিমুক্তো উপহার দিও আমাদের।