এখন হাওয়া দিলে আর খাতার পাতা উলটায় না ।
বারান্দায় জমে থাকা পাইন গাছের শুকনো পাতা এলোমেলো হয় ,
আর দিন উলটে যায় ।
বহুদিন অবধি মা পাকা চুল দেখলে তুলে দিতেন মাথা থেকে ,
বলতেন জল না খেলে লিভারের দোষে চুল সাদা হয় ।
এখন জল খাই অনেক, মার -ও অভিযোগ নেই কোনও ।
ঘড়ির শব্দ শুনেই চুল কালো থেকে ধূসর হয়, ধূসর থেকে সাদা ।
আর ওদের ওপড়াই না, আঁচড়ে ঢাকাও দিই না ।
বরং আভিজাত্য বলে মেনে নিই , ও নামেই ডাকি;
ওতেই খুশি হই , খুশি থাকি ।
তোমার লেখা পড়লে ভাস্কর চক্রবর্তীর কথা মনে পড়ে, ঠিক ঐরকম একটা মেলাঙ্কলিক টোন আছে, পড়ার পর মনে হয়, যাই ল্যাপটপটা রেখে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরাই – ব্রাভো দাদা !
এরকম কমেন্ট পেয়ে আমি সত্যিই আপ্লুত । অনেক ধন্যবাদ ভাই ।