চাঁদের যে পাশে বারবার, বহুবার সভ্যতা
খোঁজে সার্চলাইট ,
প্রেম খোঁজো তুমি ন্যাড়া ছাতে্ ;
বিজ্ঞান খোঁজে গ্যালিলিও ,
গ্রহন লাগলে টেলিস্কোপ হাতে হাসে আয়রনি ;
গ্র্যাভিটি কমিয়ে সেদিকে শুধুই জল-বসন্তের দাগ ।।
ক্রেটার গুলোয় নিভু নিভু সিগারেট নিভিয়েছে মহাকাল,
বহুকাল ধরে ।।
ইতি-উতি ভাঙ্গাচোরা, শুষে নিয়ে সাফ করা বোতলের ভিড় ;
বলে দেয় ছিল রাম , পরশু -ও আড্ডার রাতে ।।
আজোবধি যতোখানি চাঁদটাকে চিনি,
জানি , তাকালেই জ্যোৎস্নারা ক্ষীর হবে ঝরে ;
মোলায়েম চাঁদ গলে রূপো হয়
জল- লোহা- ইট – কাঠ – বটপাতা ।।
দোপাটি পাতার চাঁদ মিঠে হলে আরও,
নবমীতে ছাগ-শিশু দুধ ছেড়ে দেবে ।।
শেষ দুটো প্যারা অসা। নিন্দুকের মুখে ছাই দিয়ে লিখে চলো। এই সিরিজের জন্য বাংলা কোব্তে জগতে তোমার নাম দুর্বোধ্য অলচিকি হরফে লেখা থাকবে চিরকাল, দেখে নিও।
এই তো মুনিপ্রবর আশ্বাস দিয়েছে, ব্যাস দশ নম্বর অব্ধি সিকিওরড :P
এখানা বেশ ভাল লেগেছে ভাই।
হয়ে এলো, এ সিরিজ শেষ হতে দেরি নেই আর :D