ধর্মের বাণী?
হাসিও না আর-
মাটিতে খাই গড়াগড়ি,
ধর্ম প্রেম তার এমনি সত্য
মাটি খুঁড়ে তোলে যোনি।
কথা কাটাকাটি নয়;
হাতাহাতি আছে,
নইলে রয়েছে ছুরি;
বাড়াবাড়ি যদি করেছ গো দেখি
কেটে খুলে নেব নলি।
গণতন্ত্রটা আসে না যে তার
'শরিয়া'-ই শেষ সত্য,
ধর্মী জঙ্গি মারা গেলে পরে;
বিধর্মী হোলো ব্রাত্য?
সেকুলার শুনে নাক শিঁটকায়,
গেরুয়া যে আজ কোলে,
যোগীর আশীষ শিড়ে পেলে পরে
ধর্ষণও মাথা তোলে?
('দুঃখের কবি'র অনুকরণে )
সাম্প্রতিক মন্তব্যসমূহ