দৃশ্য ১
[নেপথ্যে মহাভারত টাইটেল ট্র্যাক শোনা যাবে। পর্দা উঠলে দেখা যাবে মঞ্চে কাল/সময় হাতে ছাতা বা সাইকেলের স্পোক ঘোরাচ্ছে। টাইটেল ট্র্যাক শেষ হলে নেপথ্য থেকে ভয়েস ওভার শোনা যাবে।]
কাল – ম্যায় সময় হু। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অব সময় আ গায়া হ্যায়, টু থাউস্যান্ড সিক্সটিন হস্তিনাপুর টাউনশিপ মামলে কি সুনওয়াই কি যো অব চল রাহা হ্যায় মহারাজ ধৃতরাষ্ট্রকে রাজসভা মে। চলিয়ে আপ কো অব লে চলতে হ্যায় হস্তিনাপুর রাজসভা মে সিধা প্রসারণ কে লিয়ে।
দৃশ্য ২
[হস্তিনাপুর সভাকক্ষ। নেপথ্যে বিউগল বাজতে শোনা যাবে। রাজসিংহাসনে উপবিষ্ট সানগ্লাস পরে ধৃতরাষ্ট্র। পাশে একদিকে একটি আসনে ভীষ্ম। অন্যদিকে আরও দুটি আসনে বসা গান্ধারী এবং কুন্তী। ধৃতরাষ্ট্রের পিছনে পাখা হাতে দাঁড়ানো সঞ্জয়। দুদিকের উইংসের পাশে দাঁড়ানো দুজন দ্বাররক্ষী।]
দ্বাররক্ষী ১ – অব রাজসভা মে পদা রহে হ্যায় পাণ্ডুপুত্র পাণ্ডব।
[এক দিকের উইংস দিয়ে রাজসভায় একে একে কৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের প্রবেশ। নেপথ্যে শোনা যাবে "হাম পাঁচ" সিরিয়ালের টাইটেল ট্র্যাক।]
ভীষ্ম – ধর্মপুত্র, তুম তিন কিয়ু হো? বাকী দো কাঁহা হ্যায়?
যুধিষ্ঠির – পিতামহ, নকুল অউর সহদেব মাতুলালয় গয়ে হ্যায়। মাদ্রিদ মে।
ভীষ্ম – ওহ আচ্ছা। বহত বড়িয়া, বহত বড়িয়া।
দ্বাররক্ষী ২ – অব রাজসভা মে পদা রহে হ্যায় ধৃতপুত্র কৌরব।
[অন্য দিকের উইংস দিয়ে রাজসভায় একে একে শকুনি, দুর্যোধন, কর্ণ এবং দুঃশাসনের প্রবেশ। নেপথ্যে শোনা যাবে "নায়ক নেহি, খলনায়ক হু ম্যায়"।]
ধৃতরাষ্ট্র – সঞ্জয়, মেরে সারে কে সারে পুত্র আ গয়ে?
সঞ্জয় – নেহি মহারাজ, সির্ফ বড়ে দো আয়ে হ্যায়, শকুনি অউর কর্ণ কে সাথ।
ভীষ্ম – মহারাজ, ইয়ে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হ্যায়। আপকে জমানে মে সেঞ্চুরি মারনা আসান থা, অব নেহি। আজকাল ব্যাটসম্যান হেলমেট পহেনতে হ্যায় ঔর পিচ খুল্লা নেহি, প্রোটেক্টেড রহতা হ্যায়।
শকুনি – আরে দেবকীপুত্র, আপকা চক্র কাঁহা গয়া? সিকিউরিটি অন্দর লেনে কে লিয়ে অ্যালাও নেহি কিয়া ক্যা?
কৃষ্ণ – আরে মূর্খ, ইয়ে দেখ, আই-চক্র সিক্স এস। ইম্পোর্টেড স্লিম অ্যান্ড ট্রিম ডিসাইন, লেটেস্ট আপডেটস। একদম ঝাক্কাস মাল। সির্ফ পকেট মে রাখনে সে কভি কভি বেন্ড হো যাতা হ্যায়।
শকুনি – হুহ! আই-চক্র সিক্স এস। ইয়াহা সে তো সিডি হি লাগ রাহা হ্যায়। ইসসে বড়িয়া চিজ হামারে পাস হ্যায়। কিঁউ ভাঞ্জে?
দুঃশাসন – হাঁ, মামাশ্রী। ইসসে দুগুনা, তিনগুনা, সাতগুনা আচ্ছি চিজ হ্যায়। [কৃষ্ণের দিকে ফিরে] কিঁউ, চাহিয়ে ক্যা?
ধৃতরাষ্ট্র – অর্ডার অর্ডার, সভা কি কার্যক্রম শুরু কিয়া যায়ে। তাতশ্রী আপ হি বাতাইয়ে, ক্যায়সে সুলঝায়া যায় ইয়েহ লোচা?
ভীষ্ম – মহারাজ, কাল রাত ইউনাইটেড নেশনস সে মেল আয়া হ্যায়, ওয়হলোগ ইয়ুধ কে বিরুধ হ্যায়। ইধারমে কুরুক্ষেত্র ময়দান ভি খালি নেহিন হ্যায়। উয়হ রামদেব বাবা নে বুক করকে রাখ্খা হ্যায়। মুঝে লাগতা হ্যায় কুছ আউট অফ দ্য কোর্ট সেটলমেন্ট করনা পড়েগা।
শকুনি – ফির সে দ্যুত ক্রীড়া কি আয়োজন করে?
কৃষ্ণ – নেহিন, উয়হ ড্রামা ফির সে নেহিন চলেগা। মেরে পাস ইসসে বেটার এক আইডিয়া হ্যায়। কিয়ুনা হাম এক অন্তাক্ষরীকে আয়োজন করে। যো জিতেগা হস্তিনাপুর উসিকি হোগি।
শকুনি – হোয়াট অ্যান আইডিয়া স্যারজি। চলো অন্তাক্ষরী হি করতে হ্যায়।
ধৃতরাষ্ট্র – ঠিক হ্যায় তো অন্তাক্ষরী শুরু কিয়া যায়ে।
[ধৃতরাষ্ট্রের হাত রাখা থাকবে গান্ধারীর হাতের ওপর। ধৃতরাষ্ট্রের কথা শেষ হতেই গান্ধারী নিজের চোখের পট্টি একটু ফাঁক করে উঁকি মারার চেষ্টা করবে। গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের হাতও উঠবে গান্ধারীর চোখ পর্যন্ত]
ধৃতরাষ্ট্র – ধরমপত্নী, আপ ইয়েহ ক্যা কর রহে হ্যায়?
গান্ধারী – মাহারাজ মেরে বেটা পারফর্ম করেঙ্গে, মুঝে ভি তো দেখনা হ্যায়, না?
[ধৃতরাষ্ট্রের দীর্ঘশ্বাস। হঠাৎ একদিকের উইংস দিয়ে হুড়মুড় করে সভায় ঢুকে পড়বে "ডোরনব গোস্বামী"। হাতে একটা নিউস বুম। তাতে লেখা 'টাইমস কাও'।]
ডোরনব গোস্বামী – লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উই আর হ্যাভিং অ্যা ব্রেকিং নিউস হিয়ার। আই ডোরনব গোস্বামী, অ্যাম কারেন্টলি ইন হস্তিনাপুর, হোয়্যার পাণ্ডব অ্যান্ড কৌরব আর গ্যাদার্ড ফর অ্যা ব্যাটল অফ অন্তাক্ষরী টু সেটল ডাউন দ্য অনগোয়িং ডিসপিউট ওভার দ্য ল্যান্ড অফ হস্তিনাপুর। দ্য নেশন ওয়ান্টস টু নো হু উইল বি দ্য রিয়াল ওয়নার অফ দ্য ল্যান্ড। লেট আস স্পিক টু মিস্টার ধৃতরাষ্ট্র রিগার্ডিং দ্য ইস্যু। [ধৃতরাষ্ট্রের দিকে এগিয়ে গিয়ে] গুড মর্নিং মিস্টার ধৃতরাষ্ট্র। দ্য নেশন ওয়ান্টস টু নো হাও ক্যান ইউ ডিসাইড দ্য অ্যাকচুয়াল ওয়নার অফ দ্য ডিসপিউটেড ল্যান্ড হোয়েন দেয়ার আর হান্ড্রেডস অফ আদার স্টেকহোল্ডারস।
ধৃতরাষ্ট্র – আরে ইয়েহ কউন হ্যায় বে, সঞ্জয়?
সঞ্জয় – পাতা নেহিন স্যার।
ভীষ্ম – আরে কোই হ্যায়, ইসকো বাহার নিকালো।
[দুজন দ্বাররক্ষী এগিয়ে এসে ডোরনবকে চ্যাংদোলা করে সভা থেকে বের করে নিয়ে যায়। যেতে যেতে ডোরনব চেঁচাতে থাকে 'দ্য নেশন ওয়ান্টস টু নো...']
ধৃতরাষ্ট্র – চলো, অব জলদিসে চালু করো, ভাই। মেরা আইড্রপ লেনে কা টাইম হো রাহা হ্যায়।
(পরের পর্বে সমাপ্য)
কিছুদিন আগে অফিসের পার্টিতে অভিনয় করা হবে বলে একটা ছোট স্কিট লিখেছিলাম। মিনিট পনেরো কুড়ির হবে। ভেবেছিলাম জনতা ছেঁড়া জুতো, পচা ডিম, টমটো ইত্যাদি ছুঁড়বে, কিন্তু অবাক হয়ে দেখলাম সবাই বেশ প্রশংসাই করল। ভাবলাম চর্যাপদের বন্ধুদের সাথে শেয়ার করি। ভাষাটা যদিও হিংলিশ। তাও বাংলা ফন্টে পোস্টিয়ে দিলাম। যদি কেউ মঞ্চস্থ করতে চাও, নির্দ্বিধায় করতে পার। সুবিধার জন্যে আমরা কি কি ব্যাকগ্রাউন্ড ট্র্যাক বা বাচনভঙ্গী ব্যবহার করেছিলাম, সেটাও উল্লেখ করলাম। বেটার সাজেশন/আইডিয়া মাথায় এলে চেঞ্জ করলেও কোনও অসুবিধে নেই।
ইংরাজি ফন্ট থেকে বাংলায় কনভার্ট করতে গিয়ে দেখলাম বেশ অনেকটা টাইম লাগছে। তাই আজ অর্ধেকটা দিলাম। পরের পর্বে শুরু থেকে শেষ সবটা একসাথে পোস্ট করে দেব।
‘নাটক’ বলে কোনও বিভাগ নেই বলে ‘অনির্দিষ্ট’ বিভাগে পোস্টালাম। প্রত্যয়, নাটক বিভাগটা অ্যাড করা যায় কিনা ভেবে দেখো তো। যদি নাটক বিভাগ তৈরি হয়, তবে পরে এডিট করে দেব।
নাটক অ্যাড করে বিভাগ চেঞ্জ করে দিচ্ছি।
তবে ডায়ালগ গুলো হিংলিশ থেকে বাংলিশও করে দিতে পারতে। এমন না যে এটা পড়তে খারাপ লাগছে, তবে তাতে বোধহয় আরেকটু বেশি মজা পেতাম। আর তোমার ভবিষ্যতের জন্য বাংলা স্কিটও রেডি থাকত একখানা।
ধন্যবাদ প্রত্যয়। নাটক বিভাগ টা কি অ্যাড করেছ, দেখতে পাচ্ছি না কিন্তু।
আর স্কিটটা তো অফিসের জন্যে লেখা, তাই হিংলিশে লিখেছিলাম। এখানে দেবার আগে ভেবেছিলাম সংলাপগুলো বাংলিশে অনুবাদ করে দেব। কিন্তু দেখলাম, তাতে স্ক্রিপ্টের বেশ কিছু মজা নষ্ট হয়ে যাবে। পরের পর্বে সেটা বুঝতে পারবে
”মাহারাজ মেরে বেটা পারফর্ম করেঙ্গে, মুঝে ভি তো দেখনা হ্যায়, না?”