প্লাটফর্মে ট্রেনের অপেক্ষা-
রাইটার্স ব্লক।
ব্রিগেডের দিক থেকে হেঁটে আসা লুঙ্গি, জিন্স এবং শাড়ি,
বাস ভুল করে কফিশপ থেকে
শুঁড়িখানায় ঢুকে পড়া কর্পোরেট-
মধ্যদিনের কলকাতা শাসন।
মিউজিয়ামের দিক থেকে হেঁটে আসা
আরেক দল ফ্যাতাড়ু,
হাইকোর্ট এন্ড থেকে
হাওড়া ব্রিজের দিকে ছুটে যাওয়া
দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসে
ভেজে-
আর রিক্ত হয়।
ফুটপাথ বদল হয় মধ্যদিনে।
অবশেষে আকাশবাণী ভবনের কাছে দুই দলের দেখা হয়-
কিন্তু সাক্ষাৎ হওয়ার বদলে বিনিময় হয়
কিছু চার অক্ষর-
ইংরাজি নয়, বাংলায়।
অপেক্ষা করার জন্য ধন্যবাদ -
তাছাড়া
পরবর্তী ট্রেনের দুই দশক বিলম্ব হওয়ায়
আমরা দুঃখিত।
- মধ্যম পুরুষ।
সুন্দর!
চর্যাপদে স্বাগত!
অপেক্ষা করার জন্য ধন্যবাদ -
তাছাড়া
পরবর্তী ট্রেনের দুই দশক বিলম্ব হওয়ায়
আমরা দুঃখিত। ইনডায়রেকট ভাবে একটা পাতি কথা বলছি বস - ইম্প্রপার এথনোলজিকাল মিক্সিং -এর ফলে বঙ্গভুমির প্রবলভাবে পায়ু- মৈথুন হয়ে গেছে । পুঁজ রক্ত কবে যে সাফ হবে তা কেউ জানে না !
ধন্যবাদ!