এক্স – রে পারবে কোনোদিন জানাতে -
যদি বলি -
বলো, নেশাচুরের সঙ্গমেচ্ছা কতো তীব্র আর গভীর ?
কড়া মদ খেয়ে ঘুম না ভাঙে যদি
শুইয়ে দেবে কি কেউ সাইবেরিয়ায় ,
হাত তিনেক বরফের নীচে ?
এক্স- রে কি জানে এ বুকের ইনফিনিটিতে
এখনো তাজা , অক্ষত আছে মাসতুতো দিদি ?
এক্স- রে কি জানাবে
দিদির বুকের গভীরে এখনো আমি আছি কিনা ?
এক্স- রে কি অন্য শহরে অনুস্মিতার সুখের অভিনয় দেখে ?
ওকে কি বলে দেবে যে এখন মানুষটার থেকেও টান শিল্পীর প্রতিই বেশি ?
এক্স- রে কি সব থিয়েটারই বাড়ি বাড়ি ঘুরে দেখে ?
নাকি মঞ্চেও মাঝে সাঝে ?
দেখে কি স্টেজে মেক-আপ বা মেড আপ স্টেজ ভেঙ্গে যাওয়া , ইন্দ্রপতন ?
এক্স- রে কি পারে আগাম খবরে পেটের ভেতরে থাকা
বোতলের দৈত্যের মাথায় যাওয়া ঠেকাতে ?
দৈত্য থেকে বুকের দিদিকে বাঁচাতে পারে কি?
ভালো লাগল
অনেক ধন্যবাদ পড়বার জন্যে এবং মন্তব্য করার জন্যে
দিদি-বৌদি দের প্রতি কি শিল্পীদের টান বেশি হয়?
শিল্পীর সৃজনশীল শক্তি লিবিডিনাল এনার্জি -রই একটা বহিঃপ্রকাশ বলে আমার কখনো কখনো মনে হয়েছে । এ নিয়ে একটা প্রবন্ধ লেখার ইচ্ছেও রয়েছে ।
ইন্টারেস্টিং আইডিয়া। হোকপ্রবন্ধ!
আমি বাকরুদ্ধ।
কতগুলো যে স্তর পেলাম। আর কতো সহজ কথাগুলো বলা আছে যেটা সবথেকে ভালো।
ধন্যবাদ সৌরভ । ক্যারেক্টার রিপিট হতে দেখেই যে তোর মনে কিছু সন্দেহ জেগেছে সেটা বুঝেছি
পরে তার উত্তর দেবো অন্যখানে
এরকম এক্স রে এক প্রোফেসর শঙ্কু ছাড়া কেউ বানাতে পারবেনা।
উইশ লিস্টে এরকম আরও কতো কি রয়ে গেছে অতনু , মেটাফরে ঢেকে রেখে এবারের মতো বাঁচা শেষ হয়ে যাবে ।
বাহ! দুর্দান্ত লাগলো।
ধন্যবাদ দাশু
#হোকএক্সরে…
হ্যাশ ট্যাগ -এর মহাপ্লাবনে দুনিয়া প্লাবিত ।
তোমাকে পুরনো ফর্মে দেখে স্বস্তি পাচ্ছি। একদম সত্যি কথা
ধন্যবাদ হস্তী দা । যেমন পারছি , যতোটা পারছি লিখে যাচ্ছি , এই আর কি