কবিতা - ফুলের অক্ষরে প্রেম 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর ফুলের অক্ষরে প্রেম লিখে রাখে নাম আপনার— ঝ’রে যায়, ফেরে সে আবার। পাথরে পাথরে লেখা কঠিন স্বাক্ষর দুরাশার ভেঙে যায়, নাহি ফেরে আর। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৫ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৩ বার পড়া হয়েছে ⚑