কবিতা - বিরহে মরিব ব’লে ছিল মনে পণ 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর বিরহে মরিব ব’লে ছিল মনে পণ, কে তোরা বাহুতে বাঁধি করিলি বারণ।। ভেবেছিনু অশ্রুজলে ডুবিব অকূলতলে- কাহার সোনার তরী করিল তারণ।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, বিরহের কবিতা ২৬ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৪৬ বার পড়া হয়েছে ⚑