কবিতা - পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে। এত আছে লোক, তবু পোড়া চোখে আর কেহ নাহি লাগে রে।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৪ বার পড়া হয়েছে ⚑