কবিতা - কার হাতে যে ধরা দেব প্রাণ 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর কার হাতে যে ধরা দেব, প্রাণ, তাই ভাবতে বেলা অবসান।। ডান দিকেতে তাকাই যখন বাঁয়ের লাগি কাঁদে রে মন- বাঁয়ের লাগি ফিরলে তখন দক্ষিণেতে পড়ে টান।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৪২ বার পড়া হয়েছে ⚑