সবে মিলি গাও রে, মিলি মঙ্গলাচরো।
ডাকি লহো হৃদয়ে প্রিয়তমে।।
মঙ্গল গাও আনন্দমনে। মঙ্গল প্রচারো বিশ্বমাঝে।