অর্ণবও সেদিন কল্লোলহীন, স্তব্ধ হয়ে গিয়েছিল তোমার হাসি দেখে। তোমায় দেখে ধরনী তার আপন লচনে অনিমিখে ছিলো।
তোমায় দেখে শশীও অম্লান হয়েছিল অমাবস্যার তিমিরে।
তন্ময় হয়েছিলাম আমি-
দগ্ধ চিত্তেও সেদিন স্নিগ্ধ পবন উঠেছিল তোমার আননের অঙ্গিকে, আর স্নিগ্ধ সেই হাসির মাঝে হারিয়ে ফেলেছিলাম নিজেকে।
সেই তুমি-
এখন নিরবতার প্রতিচ্ছায়া হয়ে আছো সবকিছুতে।
আবার শুরু হয়েছে এক বিষাদময় কোলাহল, শান্তির ধারা নেই যেন কোথাও।
চারপাশটা ঈষৎ ম্লান হয়ে আছে,
যেন সময় নিজেই থেমে আছে তোমার মৌনতার কারণে।
কবিতা
