কবিতা - হিন্দোলি হিন্দোলি 🪶 কাজী নজরুল ইসলাম হিন্দোলি হিন্দোলি ওঠে নীল সিন্ধু। গগনে উঠিল তার কোন পূর্ণ ইন্দু।। শত শুক্তি-আঁখি দিয়া পিইছে চাঁদ-অমিয়া, শিশির রূপে ঝরিয়া পড়ে জ্যোৎস্না-বিন্দু।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ১৯ জুন ২০২৫ কাজী নজরুল ইসলাম ৬২ বার পড়া হয়েছে ⚑