কবিতা - আইল আজি প্রাণসখা 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন। আসন বিছাইল নিশীথিনী গগনতলে, গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল। নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া, ধামাইল ধরা দিবসকোলাহল।। ♥ ০ পরে পড়বো গান ৩১ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩১ বার পড়া হয়েছে ⚑