কবিতা - বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে পেয়েছি ভাবিয়া হারায়েছি বারে বারে— কত রূপে রূপে কত-না অলংকারে অন্তরে তারে জীবনে লইব মিলায়ে, বাহিরে তখন দিব তার সুধা বিলায়ে। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৫ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৮ বার পড়া হয়েছে ⚑