কবিতা - বেছে লব সব-সেরা 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর বেছে লব সব-সেরা, ফাঁদ পেতে থাকি— সব-সেরা কোথা হতে দিয়ে যায় ফাঁকি। আপনারে করি দান, থাকি করজোড়ে— সব-সেরা আপনিই বেছে লয় মোরে। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৫ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৪ বার পড়া হয়েছে ⚑