কবিতা - বড়ো কাজ নিজে বহে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর বড়ো কাজ নিজে বহে আপনার ভার। বড়ো দুঃখ নিয়ে আসে সান্তনা তাহার। ছোটো কাজ, ছোটো ক্ষতি, ছোটো দুঃখ যত— বোঝা হয়ে চাপে, প্রাণ করে কণ্ঠাগত। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৫ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৫১ বার পড়া হয়েছে ⚑