কবিতা - চির-পুরানো চাঁদ 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর চির-পুরানো চাঁদ, চিরদিবস এমনি থেকো আমার এই সাধ।। পুরানো হাসি পুরানো সুধা মিটায় মম পুরানো ক্ষুধা- নূতন কোনো চকোর যেন পায় না পরসাদ। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩২ বার পড়া হয়েছে ⚑