কবিতা - চলার পথের যত বাধা 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর চলার পথের যত বাধা পথবিপথের যত ধাঁধা পদে পদে ফিরে ফিরে মারে, পথের বীণার তারে তারে তারি টানে সুর হয় বাঁধা। রচে যদি দুঃখের ছন্দ দুঃখের-অতীত আনন্দ তবেই রাগিণী হবে সাধা। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৫ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৮ বার পড়া হয়েছে ⚑