কবিতা - দেখো ওই কে এসেছে- চাও সখী 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও। আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও।- সখী, চাও।। তৃষিত নয়ানে চাহে মুখ-পানে, হাসিসুধা-দানে বাঁচাও।- সখী, চাও।। ♥ ০ পরে পড়বো গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ২৮ বার পড়া হয়েছে ⚑