কবিতা - দিন তো চলি গেল প্রভু 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর দিন তো চলি গেল, প্রভু, বৃথা- কাতরে কাঁদে হিয়া। জীবন অহরহ হতেছে ক্ষীণ- কী হল এ শূন্য জীবনে। দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়া প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা তুমি যদি ডাকো এ অধমে।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ৩১ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৩ বার পড়া হয়েছে ⚑