কবিতা - এতদিন পরে মোরে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর এতদিন পরে মোরে আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে। সাবধানীদের পিছে পিছে দিন কেটেছে কেবল মিছে, ওদের বাঁধা পথের বাঁধন হতে টেনে নিলে আপন ক’রে।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৮ বার পড়া হয়েছে ⚑