যারে মরণ-দশায় ধরে
সে যে শতবার ক’রে মরে।
পোড়া পতঙ্গ যত পোড়ে
তত আগুনে ঝাঁপিয়ে পড়ে।।