কবিতা - যারে মরণ-দশায় ধরে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর যারে মরণ-দশায় ধরে সে যে শতবার ক’রে মরে। পোড়া পতঙ্গ যত পোড়ে তত আগুনে ঝাঁপিয়ে পড়ে।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ২৬ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৯ বার পড়া হয়েছে ⚑