কবিতা - কল্লোলমুখর দিন 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর কল্লোলমুখর দিন ধায় রাত্রি-পানে। উচ্ছল নির্ঝর চলে সিন্ধুর সন্ধানে। বসন্তে অশান্ত ফুল পেতে চায় ফল স্তব্ধ পূর্ণতার পানে চলিছে চঞ্চল। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, ছড়া ২৯ জুন ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৪৯ বার পড়া হয়েছে ⚑