কবিতা - মহানন্দে হেরে গো সবে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর মহানন্দে হের গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা জগতপথে পশুপ্রাণী রবি শশী তারা।। তাঁহা হতে নামে জড়জীবনমনপ্রবাহ। তাঁহারে খুঁজিয়া চলেছে ছুটিয়া অসীম সৃজনধারা।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ২৭ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৮ বার পড়া হয়েছে ⚑