কবিতা - নাই ভয় নাই রে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর নাই ভয়, নাই ভয়, নাই রে। থাক্ পড়ে থাক্ ভয় বাইরে।। জাগো, মৃত্যুঞ্জয়, চিত্তে থৈ থৈ নর্তননৃত্যে ওরে মন, বন্ধনছিন্ন দাও তালি তাই তাই তাই রে।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ২৪ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৪২ বার পড়া হয়েছে ⚑