কবিতা - শোন্ রে শোন্ অবোধ মন 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর শোন্ রে শোন্ অবোধ মন, শোন্ সাধুর উক্তি, কিসে মুক্তি সেই সুযুক্তি কর্ গ্রহণ। ভবের শুক্তি ভেঙে মুক্তিমুক্তা কর্ অন্বেষণ, ওরে ও ভোলা মন।। ♥ ০ পরে পড়বো গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩১ বার পড়া হয়েছে ⚑