কবিতা - থাকতে আর তো পারলি নে মা 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর থাকতে আর তো পারলি নে মা, পারলি কই। কোলের সন্তানেরে ছাড়লি কই।। দোষী আছি অনেক দোষে, ছিলি বসে ক্ষণিক রোষে- মুখ তো ফিরালি শেষে।। অভয় চরণ কাড়লি কই। ♥ ০ পরে পড়বো গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ২৭ বার পড়া হয়েছে ⚑