কবিতা - রাজীব হায়দার স্মরণে 🪶 তানভীর মুহাম্মদ ত্বকী ফুলের মতো দৃশ্যমান রক্তমাখা রাজীবের চোখ সবুজ পাতার সাথে দৃশ্য জুড়ায় লাল-সবুজের পতাকা- যেন বলে ওঠে এই তো স্বদেশ লাল-সবুজের বাস যেখানে প্রকৃতি ও সংগ্রামে- ♥ ০ পরে পড়বো বিবিধ কবিতা ২২ সেপ্টেম্বর ২০২৫ তানভীর মুহাম্মদ ত্বকী ৫৮ বার পড়া হয়েছে ⚑