কবিতা - হরিণ 🪶 আবুল হাসান তুমি পর্বতের পাশের ব’সে আছোঃ তোমাকে পর্বত থেকে আরো যেনো উঁচু মনে হয়, তুমি মেঘে উড়ে যাও, তোমাকে উড়িয়ে দ্রুত বাতাস বইতে থাকে লোকালয়ে, তুমি স্তনের কাছে কোমল হরিণ পোষো, সে-হরিণ একটি হৃদয়। ♥ ০ পরে পড়বো প্রেমের কবিতা ১০ অক্টোবর ২০২৩ আবুল হাসান ৫৬৭ বার পড়া হয়েছে ⚑