কবিতা - মানুষ 🪶 আবুল হাসান (মুশাররফ রসুলকে) আমি যেনো আবহমান থাকবো বসে ঠুকরে খাবো সূর্যলতা গাছের শিকড় অন্ধকারের জল! আমি যেনো অনাদিকাল থাকবো বসে বিশ্রুতিময় জীবনে কল্লোল। আমি যেনো আবহমান থাকবো বসে আবহমান আমিই কল্লোল সময় থেকে সভ্যতাকে রাখবো ঢেকে যুদ্ধ মড়ক নগ্ন ফলাফল। ♥ ০ পরে পড়বো স্মৃতিচারণ ১৩ আগস্ট ২০২৪ আবুল হাসান ৬১০ বার পড়া হয়েছে ⚑