কবিতা - আদ্যিকালে 🪶 শামসুর রাহমান কোথায় যেন গেছে উড়ে কাপড় জামা সবই। কাপড় ছাড়া পথে ঘাটে হাঁটা মজার হবি। এই দেহটা ঢেকে আমি পাতায়, গাছের ছালে ভাবব আহা গেছি চলে সেই-না আদ্যিকালে। ♥ ০ পরে পড়বো ছড়া ২৪ জুন ২০২৪ শামসুর রাহমান ১৯৩ বার পড়া হয়েছে ⚑