সকলেই চলে যাবে
মৃত্যুকে ভালোবেসে—
সযত্নে আগলে রাখে হূদয়ে
জীবন অথবা মৃত্যু—
তারা অস্ত্র নিয়েছিল
মৃত্যুকে ভালোবেসে—
খুন হলো একজন,
জীবন অথবা মৃত্যু
সযত্নে আগলে রাখে হূদয়ে—
হাতে রড তুলে নেয়
হত্যাকে আয়ত্তে আনতে;
তাদের সংকল্প ছিল
বিশ্বাসের নৈতিকতায়—
কবিতা