কবিতা - নাইয়া কর পার 🪶 কাজী নজরুল ইসলাম নাইয়া কর পার! কূল নাহি নদী-জল সাঁতার।। দু-কূল ছাপিয়া জোয়ার আসে, নামিছে আঁধার; মরি তরাসে! দাও দাও কূল কুলবধূ ভাসে নীর পাথার।। নাইয়া, কর পার।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ১৮ জুন ২০২৫ কাজী নজরুল ইসলাম ৪৭ বার পড়া হয়েছে ⚑