কবিতা - আসিলে কে অতিথি সাঁঝে 🪶 কাজী নজরুল ইসলাম আসিলে কে অতিথি সাঁঝে পূজার ফুল ঝরে বন-মাঝে।। দেউল মুখরিত বন্দনা-গানে, আকাশ-আঁখি চাহে তব পানে। দোলে ধরাতল দীপ-ঝলমল, নৌবতে ভূপালি বাজে।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ১৮ জুন ২০২৫ কাজী নজরুল ইসলাম ৫৫ বার পড়া হয়েছে ⚑