কবিতা - পরান-প্রিয়! কেন এলে অবেলায় 🪶 কাজী নজরুল ইসলাম পরান-প্রিয়! কেন এলে অবেলায়। শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়।। সেদিনও সকালবেলা খেলেছি কুসুম-খেলা, আজি যে কাঁদি একেলা ভাঙা এ মেলায়, কেন এলে অবেলায়।। ক্লান্ত দিবস দূরে কাঁদিছে পিলুর সুরে, কেন শত পথ ঘুরে আসিলে হেথায়।। ♥ ০ পরে পড়বো বিবিধ কবিতা ১৬ জুলাই ২০২৫ কাজী নজরুল ইসলাম ৪৭ বার পড়া হয়েছে ⚑