কবিতা - সারা বরষ দেখি নে মা 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা। নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা।। এলি কি পাষাণী ওরে। দেখব তোরে আঁখি ভ’রে- কিছুতেই থামে না যে, মা, পোড়া এ নয়নের ধারা।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৪৪ বার পড়া হয়েছে ⚑