কবরীতে ফুল শুকালো
কাননের ফুল ফুটল বনে।।
দিনের আলো প্রকাশিল,
মনের সাধ রহিল মনে।।