কবিতা - ও তো আর ফিরবে না রে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর ও তো আর ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে ঝড়ের মুখে ভাসল তরী- কূলে ভিড়বে না রে।। কোন্ পাগলে নিল ডেকে, কাঁদন গেল পিছে রেখে- ওকে তোর বাহুর বাঁধন ঘিরবে না রে।। ♥ ০ পরে পড়বো গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৩ বার পড়া হয়েছে ⚑