কবিতা - ইচ্ছে! ইচ্ছে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর ইচ্ছে!- ইচ্ছে! সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে।। সেই তো আঘাত করছে তালায়, সেই তো বাঁধন ছিড়ে পালায়- বাঁধন পরতে সেই তো আবার ফিরছে।। ♥ ০ পরে পড়বো গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৬ বার পড়া হয়েছে ⚑