কবিতা - আজি এনেছে তাঁহারি আশীর্বাদ 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে। পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে।। আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে।। আশা উল্লাসে চরাচর হাসে- কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে।। ♥ ০ পরে পড়বো গান ৩১ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৮ বার পড়া হয়েছে ⚑