কবিতা - কে গো তুমি গন্ধ-কুসুম 🪶 কাজী নজরুল ইসলাম কে গো তুমি গন্ধ-কুসুম গান গেয়ে কি ভেঙেছ ঘুম। তোমার ব্যথার নিশীথ নিঝুম হেরে কি মোর গানের স্বপন।। সুরের গোপন বাসর-ঘরে গানের মালা বদল করে সকল আঁখির অগোচরে না দেখাতে মোদের মিলন।। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ২০ জুলাই ২০২৫ কাজী নজরুল ইসলাম ৪২ বার পড়া হয়েছে ⚑