কবিতা - আগুন জ্বলিত যবে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর আগুন জ্বলিত যবে আপন আলোতে সাবধান করেছিলে মোরে দূর হতে। নিবে গিয়ে ছাইচাপা আছে মৃতপ্রায়, তাহারি বিপদ হতে বাঁচাও আমায়। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৪ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৬৩ বার পড়া হয়েছে ⚑