চাহিয়া প্রভাতরবির নয়নে
গোলাপ উঠিল ফুটে।
‘রাখিব তোমায় চিরকাল মনে’
বলিয়া পড়িল টুটে।