কবিতা - দিন হয়ে গেল গত 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর দিন হয়ে গেল গত। শুনিতেছি বসে নীরব আঁধারে আঘাত করিছে হৃদয়দুয়ারে দূর প্রভাতের ঘরে-ফিরে আসা পথিক দুরাশা যত। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৩০ জুন ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৪৪ বার পড়া হয়েছে ⚑