কবিতা - ক্ষণিক ধ্বনির স্বত-উচ্ছ্বাসে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষণিক ধ্বনির স্বত-উচ্ছ্বাসে সহসা নির্ঝরিণী আপনারে লয় চিনি। চকিত ভাবের ক্বচিৎ বিকাশে বিস্মিত মোর প্রাণ পায় নিজ সন্ধান। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৫ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৬ বার পড়া হয়েছে ⚑