কবিতা - কী পাই কী জমা করি 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর কী পাই, কী জমা করি, কী দেবে, কে দেবে, দিন মিছে কেটে যায় এই ভেবে ভেবে। চ’লে তো যেতেই হবে— কী যে দিয়ে যাব বিদায় নেবার আগে এই কথা ভাবো! ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৫ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৫ বার পড়া হয়েছে ⚑