কবিতা - কথা চাই কথা চাই হাঁকে 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর কথা চাই, কথা চাই, হাঁকে কথার বাজারে; কথাওয়ালা আসে ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে। প্রাণে তোর বাণী যদি থাকে মৌনে ঢাকিয়া রাখ্ তাকে মুখর এ হাটের মাঝারে। ♥ ০ পরে পড়বো অনুকাব্য ৫ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ৪০ বার পড়া হয়েছে ⚑